ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এর মধ্যে সোমবার (২৫ মে) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো।
রোববার (২৪ মে) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ দিকে, এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এসইউজে/এসএন/এইচএ/