রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৪-নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা রুহুল আমিন টুনুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুরে নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
সরকার বিরোধী আন্দোলনে নাশকতার বেশ কয়েকটি ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। টুনু ৪-নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ছাড়াও বেশ কয়েকটি নাশকতার মামলায় তিনি সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটকের পরপরই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ইফতে খায়ের আলম।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এসএস/বিএস