ঢাকা: হামলায় আহত হয়ে দলের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম খান রানার মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
রোববার (২৪ মে) দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন ওই হামলায় সরকার দলীয় কর্মীদের অভিযুক্ত করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ড. রিপন নিহত রানার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এইচএ/