নারায়ণগঞ্জ: হরতাল-অবরোধে নারায়ণগঞ্জ শহরের পৃথক স্থানে গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর এ চার্জশিট দাখিল করা হয়।
এর মধ্যে একটি মামলায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তার ছোট ভাই মহানগর যুবদলের আহ্বায়ক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ ৪০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা।
তবে, অপর মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবুল কাউসার আশাসহ ১৩ জনকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
দু’টি মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, গত ১২ জানুয়ারি শহরের বঙ্গবন্ধু সড়কে একটি বাস ভাঙচুরের মামলায় ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
অপরদিকে ৯ জানুয়ারি শহরের নিতাইগঞ্জ এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলায় ৪৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে ২৩ জনের বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এইচএ/