নীলফামারী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় থেকেও মানুষ খুন করেছেন, এখন ক্ষমতায় না থেকেও মানুষ খুন করছেন। খুন করাই তার অভ্যাস বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
রোববার (২৪ মে) রাতে নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এবং শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের নদী গুলোকেও তিনি রক্ষা করেননি। যেভাবে মানুষ হত্যা করেছেন সেভাবে নদীগুলোকেও হত্যা করেছেন তিনি।
শ্রমিক নেতা আখতার হোসেন বাদলের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরিন আক্তার, শওকত চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসইউ