ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার আম-জনতা খেলাফত পার্টির আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
মঙ্গলবার আম-জনতা খেলাফত পার্টির আত্মপ্রকাশ

ঢাকা: দেশের গণতন্ত্র ও জনগণের রাষ্ট্রীয় মৌলিক অধিকার রক্ষায় ‘আম-জনতা খেলাফত পাটি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে মঙ্গলবার (২৬ মে)।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করবে আম-জনতা খেলাফত পার্টি।

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন সৈয়্যদানা হায়দার আলী চৌধুরী।

সোমবার (২৫ মে) দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আম-জনতা খেলাফত পাটি’ একটি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রগতিশীল একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।

সূফী গবেষক, মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক ও রাজনীতিবিদ সৈয়্যদানা হায়দার আলী চৌধুরীর নেতৃত্বে দলটি গঠিত হচ্ছে।
আম-জনতা খেলাফত পার্টি গঠনের প্রয়োজনীয়তা বিষয়েও সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।