ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরের ২ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ২৫, ২০১৫
নাটোরের ২ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

নাটোর: হত্যাসহ একাধিক ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগে নাটোরের দুই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বড়াইগ্রাম থানা বিএনপির সভাপতি একরামুল আলম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নলডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।



সোমবার (২৫ মে) থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো নির্বাহী এ আদেশ কার্যকর হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জানা যায়, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান একরামুল আলমের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ডা. আয়নুল হক হত্যাসহ মোট ছয়টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। ফলে উপজেলা পরিষদ আইন অনুসারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

অন্যদিকে, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি ফৌজদারির মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে। ফলে একই আইনে তাকেও বরখাস্ত করা হয়।

সোমবার দুপুরের পরে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে পৌঁছে দেওয়া হয়। ‍

তবে যোগাযোগ করা হলে বরখাস্তকৃত দুই চেয়ারম্যান বাংলানিউজকে জানান, তারা বিকেল পর্যন্ত কোনো কাগজ পাননি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।