সাতক্ষীরা: নাশকতার পরিকল্পনার দায়ে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের (পশ্চিম) আমির আব্দুল গফফারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান-উল-ইসলাম তাকে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল গফফার সদর উপজেলার কুশখালী গ্রামের আকবর আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসেম বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত নেতা আব্দুল গফফার নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার ভাদড়া মোড়ে বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন।
এ সময় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এএটি/পিসি