ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনা দরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ২৫, ২০১৫
‘উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনা দরকার’ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উন্নয়ন ও শান্তির পথে আসতে হলে শেখ হাসিনার বিকল্প নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমনন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

২৯ মে স্থলসীমা চুক্তিসহ জাতীয় জীবনে বিভিন্ন সফলতার জন্য শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি। এ কর্মসূচি সফল করতে সোমবার দুই দফা যৌথসভা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

প্রথমে ঢাকার আশপাশের সংসদ সদস্যদ, জেলা সভাপতি-সাধারণ সম্পাদক ও পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তারা। তবে ডাকা হলেও এ বৈঠকে আসেননি দুই মেয়র।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, ত্রাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা কোনো রক্তপাত ছাড়া পার্বত্য শান্তি চুক্তিসহ ইন্দিরা-মুজিব (স্থলসীমা) চুক্তি বাস্তবায়ন করেছেন। মায়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা সমস্যারও সমাধান করেছেন। উন্নয়ন ও শান্তির পথে আসতে হলে শেখ হাসিনাকে দরকার। তার বিকল্প নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ঝঞ্ঝা বিক্ষুদ্ধ এক সন্ধ্যায় স্বজন হারানোর বেদনা নিয়ে এ বাংলাদেশে এসেছিলেন। বুকভরা কষ্ট নিয়ে শত বাধা-বিপত্তির মধ্যেও আমাদের অনেক দিয়েছেন তিনি। আমরা গণসংবর্ধনা দিয়ে অন্তত কিছুটা হলেও এ ঋণ শোধ করবো।

‘এ অনুষ্ঠান করবে জাতীয় নাগরিক কমিটি, আমরা তাদের সহায়তা করতে যৌথসভার আয়োজন করেছি। সভায় ঢাকা ও আশাপাশের এলাকা থেকে লাখো জনতার মিলন ঘটাবে আওয়ামী লীগ’- যোগ করেন নাসিম।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।