যশোর: যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন পরিষদ ও মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় স্ব স্ব উপজেলা রিটানিং কমকর্তা নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন।
সদর উপজেলা নির্বাচন অফিসার ও ইছালি ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদা আফরোজ জানান, ইছালি ইউপি উপনির্বাচনে আব্দুল মতলেব বিশ্বাস ৪ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজাহারুল ইসলাম পান ২ হাজার ৮৭৮ ভোট এবং আইয়ুব হোসেন পান ১ হাজার ৭৩৯ ভোট।
গত ২৪ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে ইছালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন নিহত হলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
এদিকে, মণিরামপুর উপজেলা নির্বাচন অফিসার ও খেদাপাড়া ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সৌহেদ আলী এমরান জানান, চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা সরদার মুজিবর রহমান ৬ হাজার ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরশাদ আলী ১ হাজার ৬০১ ভোট, আব্দুল আলীম জিন্নাহ ১ হাজার ৩৫৭ ও মিজানুর রহমান ৯৯২ ভোট পেয়েছেন।
গত ২৫ ডিসেম্বর খেদাপাড়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ওমর ফারুক মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসআর