ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরের ২ ইউপি উপনির্বাচনের ফল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ২৫, ২০১৫
যশোরের ২ ইউপি উপনির্বাচনের ফল ঘোষণা

যশোর: যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন পরিষদ ও মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় স্ব স্ব উপজেলা রিটানিং কমকর্তা নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন।

এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাচন অফিসার ও ইছালি ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদা আফরোজ জানান, ইছালি ইউপি উপনির্বাচনে আব্দুল মতলেব বিশ্বাস ৪ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজাহারুল ইসলাম পান ২ হাজার ৮৭৮ ভোট এবং আইয়ুব হোসেন পান ১ হাজার ৭৩৯ ভোট।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে ইছালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন নিহত হলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
       
এদিকে, মণিরামপুর উপজেলা নির্বাচন অফিসার ও খেদাপাড়া ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সৌহেদ আলী এমরান জানান, চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা সরদার মুজিবর রহমান ৬ হাজার ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরশাদ আলী ১ হাজার ৬০১ ভোট, আব্দুল আলীম জিন্নাহ ১ হাজার ৩৫৭ ও মিজানুর রহমান ৯৯২ ভোট পেয়েছেন।

গত ২৫ ডিসেম্বর খেদাপাড়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ওমর ফারুক মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।