ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

অভিনেতা মিঠুনের মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মে ২৫, ২০১৫
অভিনেতা মিঠুনের মৃত্যুতে জামায়াতের শোক

ঢাকা: বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেতা শেখ আবুল কাশেম মিঠুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৫ মে) রাতে সংবাদমাধ্যম পাঠানে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।



তিনি বলেন, শেখ আবুল কাশেম ছিলেন সুস্থ, সুন্দর ও মননশীল চিন্তার অধিকারী এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।

বিবৃতিতে জামায়াতের এই নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের শক্তিমান অভিনেতা শেখ আবুল কাশেম মিঠুন কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।