শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাধীন কুমার কুন্ডুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া পৌরসভার ১নং প্যানেল মেয়রকে মেয়রের দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল ৫টার পর ফ্যাক্সযোগে এই আদেশের চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব (পৌর-১) খলিলুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র মো. ফিরোজ আহমেদ জুয়েল বাংলানিউজকে মেয়রকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি থেকে জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা সরকারবিরোধী আন্দোলনকালে পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডুর বিরুদ্ধে একাধিক মামলা হয়।
এরমধ্যে একটি মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ফলে স্থানীয় সরকার আইনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এদিকে, চলতি মাসের ১৮ মে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র স্বাধীন কুমার কুন্ডু তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিন আবেদন করেন। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসআর/