ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে মাদক সেবনকালে ২ ছাত্রদলকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, মে ২৬, ২০১৫
ফেনীতে মাদক সেবনকালে ২ ছাত্রদলকর্মী আটক

ফেনী: ফেনীর সোনাগাজীতে মাদক সেবনকালে মোহাম্মদ ফারভেজ (২৮) ও মোহাম্মদ ফয়সাল (২৫)  নামে দুই ছাত্রদল কর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দিনগত রাত ১০টার দিকে সোনাগাজী পৌর শহরের তুলাতলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।



সন্দেহভাজন হিসেবে আটক করার পর তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করা হলে মাদক সেবনের সত্যতা মেলে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আটক ফারভেজ ও ফয়সাল তুলাতলী ওয়ার্ড ছাত্রদলের কর্মী। অপর জনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।