ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

১৮ বছর পর ফেনী সদর উপজেলা যুবলীগের নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, মে ২৬, ২০১৫
১৮ বছর পর ফেনী সদর উপজেলা যুবলীগের নতুন কমিটি

ফেনী: দীর্ঘ ১৮ বছর পর ফেনী সদর উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফছার আপন, আর সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন করিম উল্যা আজাদ।



সোমবার (২৬ মে) বিকেলে ফেনী পৌরসভা চত্বরে জেলা যুবলীগের সম্মেলন শেষে রাত ৯টার দিকে এ কমিটি ঘোষণা করে জেলা কমিটি।

এর আগে, পৌরসভা চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহবুবল হক। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন।

সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির।

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফছার আপনের সভাপতিত্বে সম্মেলনে বক্তা ছিলেন- জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শুসেন চন্দ্র শীল ও নজরুল ইসলাম মিয়াজী। বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার ওরফে জর্জ।

১৯৯৭ সালে সর্বশেষ ফেনী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় গঠিত কমিটি দিয়েই এতোদিন ধরে সাংগঠনিক কার্যক্রম চলছি।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।