ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে জিয়াই বঙ্গবন্ধুর খুনী : মতিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০
বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে জিয়াই বঙ্গবন্ধুর খুনী : মতিয়া

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের বক্তব্যে মনে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর খুনী।

তিনি আরো বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি- আওয়ামী লীগ এই বক্তব্যেই সীমাবদ্ধ ছিল।

এখন বিএনপির নেতারা যেভাবে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দিচ্ছেন তাতে মনে হচ্ছে জিয়াই বঙ্গবন্ধুর খুনি। ’

তবে ৭৫’এ হত্যা করে পার পাওয়া গেলেও এখন সেটা সম্ভব নয় মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘জনগণ আর সৃষ্টিকর্তাই শেখ হাসিনাকে রক্ষা করবে। ’

বঙ্গবন্ধু এভিনিউয়ে বৃহস্পতিবার বিকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘ক্ষমতার লোভে যারা হত্যার রাজনীতি করে তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেবে এটাই স্বাভাবিক। ’

বিএনপি চেয়ারপারসন জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান কি না তা স্পষ্ট করে বলার আহবান জানান মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রধানমন্ত্রীকে প্রাণ নাশের হুমকি দাতা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও শাহ মোয়াজ্জেম হোসেনকে আগামী সাত দিনের মধ্যে তাদের বক্তব্য প্রত্যাহারের আহবান জানান। অন্যথায় এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি জানান।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও যুদ্ধাপরধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে আয়োজিত সমাবেেশ আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইলিয়াছ উদ্দিন মোল্লা, পংকজ দেবনাথ, মতিউর রহমান মতি প্রমুখ।

বাংলাদেশ সময় ২১০৬, জুলাই ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।