ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাত মামলায় অাগাম জামিন রফিকুল ইসলাম মিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
সাত মামলায় অাগাম জামিন রফিকুল ইসলাম মিয়ার ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

ঢাকা: সাত মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

২০ দলীয় জোটের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচির সময় মিরপুর ও পল্লবী থানায় নাশকতার বিভিন্ন অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়।



মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ জামিন আবেদন মঞ্জুর করেন। এ সময় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পক্ষে আদালতে শুনানি উপস্থাপন করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াও এ সময় আদালতে হাজির ছিলেন।

মঙ্গলবার ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পক্ষে মোট আটটি মামলায় আগাম জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। তবে সাতটি মামলায় জামিন মঞ্জুর করলেও একটি মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।