ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৫
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বুধবার

ঢাকা: বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ মে) বেলা ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী মহিলা দল আলোচনা সভাটির আয়োজক।



মঙ্গলবার (২৬ মে) জাতীয়তাবাদী মহিলা দলের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং সেলিমা রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা। সভাটি পরিচালনা করবেন সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

জাতীয়তাবাদী মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

১৯৮১ সালের ৩০ মে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে শক্রর আক্রমণে নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ২৬, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।