ঢাকা: সরকারের চিন্তা-ভাবনায় নেই এমন মানুষরাই সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনে থাকা আমাদের অসংখ্য নেতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, এভাবে আন্দোলন বন্ধ করা যাবে না। যাদের কথা চিন্তা-ভাবনাও করছেন না, তারাই আগামী দিনের আন্দোলনে নেতৃত্ব দেবেন। উপযুক্ত জবাব দিয়ে সরকারের পতন ঘটাবেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেনি দাবি করে তিনি বলেন, আমরা যে ওই নীলনকশার নির্বাচনে অংশ না নিয়ে ভুল করিনি, তা কখনও সুষ্ঠু নির্বাচন হলেই প্রমাণ হবে। সদ্য শেষ হওয়া তিন সিটি নির্বাচন কেমন প্রহসনের হয়েছে তা জনগণ দেখেছে।
ড্যাব মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা জেড এম জাহিদ হোসেন সভায় বলেন, জিয়ার সময়ে দেশ স্বাবলম্বী হয়েছে। একটি দেশকে যখন জিয়া উন্নতির শিখরে নিয়ে যাচ্ছিলেন তখন তাকে হত্যা করা হয়।
তিনি বলেন, জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আর এজন্য তারা জনগণের প্রত্যাশাও পূরণ করতে পারে না।
ড্যাব সভাপতি একেএম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এডিএ/টিআই/এএসআর