ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিশ্বে গণতন্ত্র হরণ করতে দেখা গেছে সেনা শাসকদের সরকারকে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র হরণ করেছে সিভিল শাসিত সরকার, সংসদে আইন পাসের মাধ্যমে।
মঙ্গলবার (০২ জুন) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় এ কথা বলেন তিনি। জাতীযতাবদী কৃষক দল এ আলোচনা সভার আয়োজন করে।
ড. মঈন খান বলেন, বাংলাদেশে আজ সবকিছু মৃত। দেশে কিছুই নেই, গণতন্ত্র নেই, নির্বাচন নেই। গণতন্ত্রের যদি ১০টি উপাদান থাকে এর মধ্যে নির্বাচন অন্যতম। নির্বাচন ব্যতিরেকে কিছুই হতে পারে না, যা হয় তা রাজতন্ত্র।
বর্তমানে ৮০ শতাংশ লোক হৃদয়ে জিয়ার ছবি ধারণ করে বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, জিয়া হত্যার পরে কেউ কেউ তিনদিন, আবার কেউ বলেছিলো তিন বছরের মধ্যে জিয়া ও বিএনপির নাম মুছে যাবে। ৩৪ বছর হয়ে গেছে বাংলাদেশিরা জিয়াকে ভোলেনি। আমি প্রমাণ করে দিতে পারি ৮০ শতাংশ লোক জিয়ার আদর্শকে মনে ধারণ করে।
কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম এ তাহেরে সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপির নির্বাহী কমিটির সহ সাংগঠিনক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কার্য নির্বাহী কমিটির সহ-দপ্তর বিষয়ক সম্পাদক হাবিবুর রহামন হাবিব, কৃষকদলের সহ-সভাপতি আলহাজ নাজিমুদ্দিন, আলাজ এ কে এম মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এফবি/এমজেএফ