বগুড়া: বগুড়ার শাজাহানপুরে তাল গাছ থেকে পড়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার মানিকদিপা বিন্নাচাপড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং মাঝিড়া বারনিঘাটা গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সম্প্রতি সাইফুল তার শ্বশুরবাড়ি মানিকদিপা বিন্নাচাপড় গ্রামের বেশ কয়েকটি গাছের তাল কিনে নেন। সকালে তাল কাটতে নিজেই গাছে চড়েন। এ সময় অসাবধানতাবশতঃ গাছের আগা (মাথা) থেকে হাত ফসকে মাটিতে পড়ে যান তিনি। এতে বুক ফেটে জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইফুলের।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
টিএমএম/এইচএ