চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার কথা স্বীকার করেছেন জামায়াতকর্মী আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বিচারক সাজ্জাত হোসেনের ৭নং আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
আব্দুর রাজ্জাক (৩৫) নোয়াখালী জেলার সুধারামপুর উপজেলার উত্তর শোল্যকিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি চান্দিনায় পেট্রোল বোমা হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হামলার সঙ্গে জড়িত আরও ৭/৮জনের নাম উল্লেখসহ অপরিচিত ৪/৫ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন রাজ্জাক।
আব্দুর রাজ্জাক নোয়াখালী জেলার সুধারামপুর উপজেলার জামায়াতের সূরা সদস্য। তিনি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে চাকরি করতেন।
মঙ্গলবার রাতে বাসে বোমা হামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার তিনি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।
মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৭ জন দগ্ধ হন।
এ ঘটনায় চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রবীর কুমার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এ ঘটানায় আব্দুর রাজ্জাকসহ জামায়াতের চান্দিনা উপজেলা আমির সাতগাঁও গ্রামের সৈয়দুর রহমান ছেলে মাও. আবুল বাসার (৬০), দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও বরকামতা ইউনিয়ন জামায়াত সভাপতি রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মৃত. আব্দুল হকের ছেলে মহিব উল্লাহ (৫২), তার ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের জামালের ছেলে ফারুক হোসেন (২৫), জামিরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়নকে (৩৫)আটক করে আদালতে পাঠায় পুলিশ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
পিসি/
** চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনায় আটক ৭
** চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা
** চান্দিনায় বাসে পেট্রোলবোমায় পুলিশের তদন্ত কমিটি
** চান্দিনায় পেট্রোল বোমা হামলায় দগ্ধদের আর্থিক সহায়তা
** চান্দিনায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত ৭