ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘৩ বছরের মধ্যে ক্ষমতায় যাবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
‘৩ বছরের মধ্যে ক্ষমতায় যাবো’ ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী তিন বছরের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল আম জনতা খেলাফত পার্টি।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়্যদানা হায়দার আলী চৌধুরী এ ঘোষণা দেয়।


 
তিনি বলেন, ‘আমি আমার রূহানি ক্ষমতা দিয়ে তিন বছরের মধ্যে আম জনতা খেলাফত পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো। কেননা ২০০৮ সালে আমার ক্ষমতা দিয়েই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলাম। ’

‘২০১৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় বসার পেছনে আমার অবদান সবচেয়ে বেশি,’ যোগ করেন হায়দার আলী।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আয়েশী জীবন ছেড়ে দরবেশি জীবন-যাপন করছি। দরবেশরা চাইলে অনেক কিছুই করতে পারে!’
 
হায়দার আলী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় পটপরিবর্তনে দরবেশদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দরবেশরা পাক-ভারত উপমহাদেশের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করছেন। ’

‘দরবেশদের সু-দৃষ্টি না থাকায় বাংলায় বহু ক্ষমতাসীনের চরম পতন হয়েছে’ বলেও দাবি করেন নিজেকে দরবেশ হিসাবে পরিচয় দেওয়া হায়দার আলী।  
 
তিনি বলেন, দেশ ও জাতি আজ চরম ইমেজ সংকটে পড়েছে। এ সংকট থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।

‘‘রাজনীতির নামে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এভাবে চোখের সামনে একটি ‘বেআইনি সন্ত্রাসী’ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে তা কখনও মেনে নেওয়া যায় না। দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ ও জনগণের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য,’ যোগ করেন আম জনতা খেলাফত পার্টির এই নেতা।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এএসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।