ঢাকা: ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্ধার হওয়া বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি বলে দাবি করেছে বিএনপি। পাশাপাশি সালাহউদ্দিন বর্তমানে ভারতের হাই সিকিউরিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে সেখান থেকে কোন ধরনের বক্তব্য বা সাক্ষাৎকার দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও সদ্য শিলং ফেরত দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি এ তথ্য জানান। ।
আসাদুজ্জামান রিপন বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেদেশে আইনের প্রতিষ্ঠিত আছে। এ অবস্থায় সালাহউদ্দিনের নামে অনুপ্রবেশকারী হিসেবে মামলা হয়েছে। তাই একজন আসামি হিসেবে তার বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই।
তিনি আরও বলেন, সালাহউদ্দিন ভারতে নিরাপদ আশ্রয় পেয়েছেন। ভারতে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ায় ভারত সরকার, প্রশাসন ও জেল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, একটি গণমাধ্যমে সালাহ উদ্দিনদের সাক্ষৎকার নিয়ে যে খবর প্রকাশ করেছে তার কোন সুযোগ নেই। তাই এ ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাই। এ রকম খবর প্রকাশ করলে সালাহউদ্দিনের সমস্যা হতে পারে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আফজাল এইচ খান, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ খান খোকন, নিলুফার চৌধুরী মনি, তকদির হোসেন জসিম, রাশিদা বেগম হিরা, ফোরকান ই আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
আরআই