ময়মনসিংহ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মুক্তিযুদ্ধ, সাম্য ও গণতন্ত্রের পক্ষের লোক আমি। আমি মোটেও নিরপেক্ষ নই।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কবি নজরুল নিরপেক্ষ ছিলেন না। তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলেন। পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সাম্যের পক্ষে ছিলেন। কবির এ কথার সূত্র ধরেই ত্রিশালের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সাক্ষী রেখে বলতে চাই আমি ইনু নিরপেক্ষ না। আমারও পক্ষ আছে।
তিনি বলেন, নজরুল একদিকে নাগরিক কবি, অন্যদিকে চারণ কবিও বটে। কবি নজরুল ছিলেন সেই কবি যিনি সব সময় অন্যায়, অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। নজরুলকে আমরা পাই সত্যের সন্ধানে, সাম্যের জয়গানে, উদ্দাম তারুণ্যে। জাতীয় কবি নজরুল ছিলেন প্রকৃত বাঙালির কবি।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, আগুন সন্ত্রাসীর জন্মদাতা খালেদা জিয়া। তিনি জঙ্গিমাতা। তাকে রাজনৈতিক ময়দান থেকে বিদায় জানাতে হবে। আগুন সন্ত্রাসের কারিগর খালেদা নেতৃত্বে থাকলে আগুন সন্ত্রাসীদের পুনরায় উত্থান ঘটবে। ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিরা নতুন চেহারায় বাংলাদেশকে পুড়িয়ে ছারখার করতে চায়।
তথ্যমন্ত্রী বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ যখন এগিয়ে চলছে তখন রাজনৈতিক মোল্লারা পেছন থেকে আমাদের টেনে ধরছে। কুসংস্কার ও মান্ধাতা আমলের চিন্তা ধারার মাধ্যমে ফতোয়াবাজির গ্যাড়াকলের ভেতরে বাংলাদেশকে আটকে রাখতে চায় তারা।
ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, সাবেক সংসদ সদস্য রেজা আলী, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রতন সরকার, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী। নজরুল স্মারক বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এসএন/আরআই