ঢাকা: দেশে গণতন্ত্রের সঙ্কট চলছে উল্লেখ করে এ সঙ্কট কাটিয়ে উঠতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
বুধবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ। দেশ আজ পথহারা। জাতি আজ মহা সঙ্কটে। এ সঙ্কট গণতন্ত্রের, মানুষের ভোটের অধিকারের। সেই অধিকার গণতন্ত্র রক্ষার আন্দোলনে ২০ দল ও পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে আছেন। তারা সবাই গণতন্ত্রমনা মানুষ। তাদের একটাই দাবি গণতন্ত্র রক্ষার জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। নির্বাচন নিয়ে সংকট সমাধানে একটি অর্থবহ সংলাপের প্রয়োজন বলেও মনে করেন তিনি।
সাগরে ভাসমান মানুষদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মানবিক বির্পযয় চলছে। অসংখ্য মানুষ সাগরে ভাসছে। মারা যাচ্ছে। সরকার তাদের উদ্ধারে কোন পদক্ষেপ নিচ্ছে না। যে সব সংঘবদ্ধ চক্র মানুষ পাচার করছে। সরকার তাদের বিচার করতেও ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র মানে জিয়াউর রহমান। জিয়াউর রহমান একা একা নেতা হননি। বাংলাদেশের একটি কঠিন সময়ে জনগণ তাকে নেতা হিসেবে মেনে নিয়েছে। তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে ১৯ দফার মাধ্যমে দল গঠন করেছিলেন।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন তাতে হতাশা থাকতে পারে না। একটি জাতি বা দলের উত্থান-পতন থাকতে পারে। তবে জিয়াউর রহমানের আদর্শ জাতীয়তাবাদের চেতনা নিয়ে থাকলে দেশের বা দলের উত্থান হবেই।
আয়োজক সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিলকিস জাহান শিরীন, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতান আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমএম/আরআই