ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান খান রিপন বলেন, নরেন্দ্র মোদির এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও উষ্ণ ও সুদৃঢ় হবে।
ড. রিপন বলেন, সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি প্রসঙ্গে বিএনপির অবস্থানে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে কিন্তু আমরা ভারত বিরোধী নই।
এ সময় নরেন্দ্র মোদিকে দূরদৃষ্টিসম্পন্ন নেতা আখ্যা দিয়ে মোদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরির করার চেষ্টা করছেন উল্লেখ করে তার প্রশংসা করেন রিপন।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন দূরদর্শী লোক। এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে তিনি প্রতিবেশী দেশগুলো সফর করেছেন। বাংলাদেশেও গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক মোদি তা চাইবেন বলে প্রত্যাশা বিএনপির।
রিপন আরও বলেন, বাংলাদেশের কোনো বিশেষ গোষ্ঠী বা দলের সঙ্গে ভারতের সম্পর্ক নয়, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে।
মোদির এ সফরে বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে রিপন বলেন, সাধারণত রাষ্ট্রপ্রধানদের সফরের বিষয়টি দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের। তবে বিষয়টি এখন আপনাদের কাছে গোপন রাখলাম। সময় হলে এ বিষয়ে সব জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমএম/আরআই