বগুড়া: সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি বগুড়া জেলা আওয়ামী লীগ। কমিটিতে পদ পাওয়া নিয়ে লবিং, গ্রুপিংসহ দলীয় আভ্যন্তরীণ কোন্দলে পূর্ণাঙ্গ কমিটি করার কাজ থেমে আছে বলে অভিযোগ আছে।
শহর ও উপজেলা পর্যায়ে নেতাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলছেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন ও জেলা যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহন (জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক) মতৈক্যে পৌঁছাতে পারলেই কেবল পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসতে পারে। না হলে কমিটি ঘোষণায় দেরি হতে পারে।
বগুড়ায় আওয়ামী লীগের রাজনীতিতে মমতাজ উদ্দিন ও মঞ্জুরুল আলম মোহনকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় বলেও জানান তারা।
এর মধ্যে আওয়ামী লীগের সম্মেলনে বগুড়ার বাইরে থেকেও জেলা কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পাওয়া ও সম্প্রতি জেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটিতে মোহনের অনুসারীদের শীর্ষ নেতৃত্ব ধরে রাখার বিষয়টি রাজনৈতিক মহলকে চমকে দিয়েছে।
২০১৪ সালের ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে মমতাজ উদ্দিনকে সভাপতি ও মজিবর রহমান মজনুকে সাধারণ সম্পাদক, এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাগেবুল আহসান রিপু, দুই নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে টি জামান নিকেতা ও তিন নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুরুল আলম মোহনকে মনোনীত করা হয়। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে পাঁচ মাস, এখনও হয়নি পূর্ণাঙ্গ কমিটি।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এ অঞ্চলের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন কিছু বলতে রাজি হননি।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, দলে এখন সেভাবে কোনো গ্রুপিং নেই। আর থাকলেই কী, কমিটি করবো, আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক, সেখানে অন্যদের কথায় কিছু আসে যায় না। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেন, কমিটি গঠনের কাজ থেমে নেই, চলছে। বগুড়া জেলায় বহু কর্মী রয়েছে, যারা কমিটিতে স্থান পাওয়ার যোগ্য। কিন্তু ইচ্ছে করলেইতো দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে বিএনপি’র মতো কমিটির পরিধি বাড়ানো সম্ভব নয়। আওয়ামী লীগে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ৭২ করার সুযোগ নেই। তাই যাচাই-বাছাই চলছে, যাতে অতীতের সব সময়ের চেয়ে শক্তিশালী কমিটি উপহার দেওয়া যায়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতা বলেন, গ্রুপিং-লবিং বা আভ্যন্তরীণ কোন্দল বা অন্য কোনো কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ থেমে যায়নি। বরং বিএনপি-জামায়াতের অযৌক্তিক আন্দোলন ও জ্বালাও-পোড়াও মোকাবেলা করতেই কিছুটা সময় পেরিয়ে গেছে। এখন দেশের পরিস্থিতি অনেক ভালো ও শান্ত। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, ২৭ মে, ২০১৫
আরএম