ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা: নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পূর্বঘোষিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টায় ঢাকা মহানগরীর কলাবাগান মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, শেখ ফজলে নূর তাপস এমপি,  কামাল আহমেদ মজুমদার এমপি, আসলামুল হক এমপিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

সম্মেলনের প্রধান বক্তা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

সর্বশেষ ২০১১ সালের জুনে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন এক বছরের জন্য বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।