ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

লতিফ সিদ্দিকী মুক্তি পেলে আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
লতিফ সিদ্দিকী মুক্তি পেলে আন্দোলন

ঢাকা: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দেওয়া হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারন করেছেন হেফাজতে ইসলামের নেতারা।
 
বুধবার (২৭ মে) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এ কথা জানান।



সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির আল্লামা শামসুল আলম, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লাম আবদুল মালেক হালিম, আল্লামা মুফতি মুজাফফর আহমদ, মাওলানা তাফাজ্জল হক হবিগঞ্জী, মুফতি আহমদুল্লাহ, মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী যৌথভাবে এ বিবৃতি দেন।

এতে নেতারা বলেন, লতিফ সিদ্দিকীকে যদি জাতীয় সংসদে দেখা যায় তবে তাওহিদী জনতা আবারও নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলন গড়ে তুলবে। একই সঙ্গে লতিফ সিদ্দিকীকে প্রকাশ্যে রাজপথে প্রতিহত করা হবে। এমন প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে সরকার ও প্রশাসনের ওপরই যাবে।

নেতারা বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, সরকার যদি লতিফ সিদ্দিকীকে মুক্তি দেয় এবং ইসলাম অবমাননাকারী নাস্তিক-মুরতাদদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়, তবে হেফাজতে ইসলাম লাগাতার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।