ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রিজভী ও দুদুর রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ২৭, ২০১৫
রিজভী ও দুদুর রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার রুহুল কবির রিজভী ও শামসুজ্জমান দুদু

ঢাকা: হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পৃথক ৩ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শামসুজ্জমান দুদুকে রিমান্ডে নেওয়ার আবেদনের উপর শুনানি বৃহস্পতিবার (২৮ মে) অনুষ্ঠিত হবে।

পৃথক ৩ মামলায় রিজভীকে ২৭ দিন ও দুদুকে ৪ মামলায় ৪০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

তারা মামলাগুলোর এজাহারনামীয় আসামি।
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
বিএনপি দলীয় আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজবাহ বলেন, রিজভী ও দুদু দীর্ঘদিন কারাগারে আটক থাকলেও তাদের এসব মামলায় গ্রেফতার দেখায়নি পুলিশ। বাধ্য হয়ে তাদের এসব মামলায় প্রডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) ইস্যুর আবেদন করা হয়। এরপরই পুলিশ তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করে।

গত ৫ জানুয়ারির পর হরতাল-অবরোধে সহিংসতার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমআই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।