ঢাকা: হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের কয়েকটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শামসুজ্জামান দুদুকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাদের জামিনের আবেদনও নামঞ্জুর করে তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পৃথক ৩ মামলায় রিজভীকে ২৭ দিন ও দুদুকে ৬ মামলায় ৬০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তারা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার (২৮ মে) শুনানি শেষে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালত।
রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু। রিমান্ড বাতিল করে দুই বিএনপি নেতার জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ।
জামিনের আবেদনও নামঞ্জুর করে তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
গত ৫ জানুয়ারির পর হরতাল-অবরোধে সহিংসতার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এমআই/এএসআর