ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৮ মে‘২০১৫) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভা শেষে বাংলানিউজকে এ কথা জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সম্পর্কে মোদির চিন্তা-ভাবনা ইতিবাচক। এর প্রেক্ষিতেই ছিটমহল চুক্তি বাস্তবায়িত হয়েছে। তিস্তা চুক্তি বাস্তবায়নের কথা মাথায় রেখেই তিনি বাংলাদেশ সফরে আসছেন। আশা করি বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তির বাস্তবায়ন হবে।
এর আগে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের সাথে নির্বাচন নিয়ে কোনও সংলাপ নয়। বিএনপি এখন সংলাপে বসতে চাইছে। কিন্তু আওয়ামী লীগ পোড়া মানুষের লাশের ওপর দিয়ে সংলাপে যাবে না।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।
বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, মুজিব-ইন্দিরা চুক্তিকে গোলামি চুক্তি বলে অভিহিত করেছিল বিএনপি। কিন্তু চুক্তি পাস হওয়ার পর তারাই আবার মোদিকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয়তাবাদী নয়, বিএনপি জালিয়াতি দলে রুপান্তরিত হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ করিম।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ২৮ মে, ২০১৫
আইএএ/এসইউ/এনএস/