ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি আলোচনা সভাস্থল রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), রমনা মিলনায়তনে পৌঁছান।
আলোচনা সভায় যোগ দিতে তিনি বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে রওয়ানা হন।
সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মোনান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি একিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া উপস্থিত রয়েছেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এমএম/বিএস
** আলোচনা সভায় যোগ দিতে রওয়ানা হয়েছেন খালেদা