ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৫
জয়পুরহাটে জামায়াত নেতা গ্রেফতার

জয়পুরহাট: ককটেল বিস্ফোরণ মামলায় জয়পুরহাট জেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



এর আগে দুপুরে পাঁচবিবি উপজেলার শিরট্রি ডিগ্রি কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

নজরুল ইসলাম সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পাঁচবিবির শিরট্রি ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে চাকরি করতেন।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্ত মঞ্চে ১৪ দলের ডাকা শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি নজরুল ইসলাম।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।