ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘কুচক্রিরা যেন ছাত্রলীগে ঢুকতে না পারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৫
‘কুচক্রিরা যেন ছাত্রলীগে ঢুকতে না পারে’

ঢাকা: কোনো কুচক্রি যেন ছাত্রলীগে ঢুকতে না পারে সেজন্য সংগঠনটির নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন ‍আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি সতকর্তা দেন।



ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য আর সংগ্রামের। আজকের এই সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে। তবে তোমাদের আরও সজাগ হতে হবে, কোনো কুচক্রি যেন ছাত্রলীগে ঢুকতে না পারে।

বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া অরাজকতা, পেট্রোল বোমায় মানুষ মেরে এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করেই যাচ্ছেন, তার আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া বুঝতে পেরেছেন যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কোনো আন্দোলনে সফল হওয়া যায় না, তাই তিনি চুপ হয়ে গেছেন।

সম্মেলনের শুরুতে ছাত্রলীগের ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর উত্তরের কমিটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের কাছে বিক্রি হওয়া ফরমের টাকা সম্প্রতি নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নেপালি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম. রবিউল ইসলাম সোহেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আজিজুল হক রানার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসইউজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।