ঢাকা: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের দাবিতে ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক দু’টি সভায় অংশ নিয়ে এ আহবান জানান তারা।
রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্ব্বোচ শাস্তির আইন পাস ইসলাম ও নবীপ্রিয় মানুষের প্রাণের দাবি। তাই এ দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠিন থেকে কঠিন রূপ নেবে।
এসময় তারা ঘোষিত শুক্রবারের (২৯ মে) কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
কার্যালয়ে দলটির ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা’ সভায় উপস্থিতি ছিলেন রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম।
অন্যদিকে দলের ঢাকা মহানগরীর এক জরুরি সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এলকে/এইচএ