ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১৫
রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত, আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার সংলগ্ন রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জীবন শেখ (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত জীবন শেখ রাজারহাতা এলাকার হোসেন শেখের ছেলে।



এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।

ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি রবিন বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে ও নগর ছাত্রলীগের সদস্য তুহিনকে মোবাইলে ফোনে সিটি কলেজের সামনে আসতে বলে। তুহিন সেখানে যাওয়ার পরপরই রবিন তাকে লোহার পাইপ দিয়ে মারপিট করে।

এ ঘটনায় আতিকুর রহমান কালু বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রবিন গ্রুপের এক দল নেতাকর্মী গুলি করতে করতে রানীবাজার মোড়ে গিয়ে একটি ক্লাবঘরে হামলা চালায়। এ সময় ওই ক্লাবঘরে আতিকুর রহমান কালুর বড় ছেলে তুষার ক্যারাম খেলছিলেন। তারা তুষারসহ বেশ কয়েকজনকে মারপিট করে আহত করে। এ সময় তারা তুষারের মোটরসাইকেল ও ক্লাবঘর ভাঙচুর করে।

এক পর্যায়ে আতিকুর রহমান কালুর লোকজন সংগঠিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জীবন শেখ। আশঙ্কাজনক অবস্থায় জীবনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আতিকুর রহমান কালু বলেন, তার ছেলে তুহিনকে রবিন বিকেলে মারপিট করে। এ ঘটনায় গণ্ডগোল এড়াতে থানায় এজাহার দেন। তারপরও তারা প্রস্তুতি নিয়ে আবারও হামলা করে।

মহানগরের বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমান জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর রাণীবাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি তদন্ত।
    
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, ২৮ মে, ২০১৫
এসএস/আরআই

** রাজশাহীতে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় মামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।