ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ছাড়া সবাই গণতান্ত্রিক চর্চা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫
বিএনপি ছাড়া সবাই গণতান্ত্রিক চর্চা করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করছে, তারা ছাড়া সবাই গণতান্ত্রিক চর্চা করছে। সেই ব্যাপারে সমালোচনা আত্ম-সমালোচনা আছে।

মানুষ পোড়ানোর রাজনীতির সঙ্গে গণতান্ত্রিক রাজনীতির কোন সর্ম্পক নেই।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে বলেন, এ ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্র কোন অনুমোদন দেয় না। এ ব্যাপারে দায়ের করা অভিযোগ অতীতে তদন্ত করেছে রাষ্ট্র, যারা জড়িত ছিল তাদের দোষী সাব্যস্ত করেছে এবং প্রশাসন থেকে তাদের বাদ দিয়েছে।

বর্তমানেও যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কারো কোন অভিযোগ থাকে সে ব্যাপারেও তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের রাষ্ট্র তার চাকরি থেকে বরখাস্ত করবে এবং সাজার ব্যবস্থা করবে।

ভারতের মেঘালয় রাজ্যে আটক বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফেরত আনার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, এটার আর্ন্তজাতিক আইন আছে, যে কোন বিচারাধীন আসামির দেশে বিচারের জন্য ফেরত আনার যে আইনগত ব্যবস্থা আছে সেই ব্যবস্থার অধীনে সরকার পদক্ষেপ নেবে। এ ব্যাপারে বাড়তি কোন পদক্ষেপ নেবে না।  

এ সময় পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ১২২৭ সময়: ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।