ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি সালাহ উদ্দিনকে সরিয়ে নাটক করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫
বিএনপি সালাহ উদ্দিনকে সরিয়ে নাটক করেছে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: বিএনপি নিজেই সালাহ উদ্দিন আহমদকে সরিয়ে নাটক করেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (২৯ মে) সকালে মাদারীপুর প্রেসক্লাবে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।



নৌ মন্ত্রী বলেন, এটা হলো উদোর পিন্ডি বুধোর ঘাঁড়ে চাপানোর মতো অবস্থা। এটা তারা করেছে আর দায় চাপালো সরকারের ওপর। তারা যখন টেলিভিশনে তালেবানের মতো বক্তব্য দিতে ব্যর্থ হয়েছে, তখন নিজেরাই নাটক সাজিয়ে এসব করছে। সরকারের এসবের কোনো দায়-দায়িত্ব নেই।

মন্ত্রী এ সময় বিএনপির নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।

মাদারীপুর প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ, এম আর মুর্তজা, ইয়াকুব খান শিশির প্রমুখ।

পরে মন্ত্রী মাদারীপুরের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।