ঢাকা: কার্যকরী সংলাপের মাধ্যমে কার্যকরী নির্বাচনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান।
শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এ আলোচনা সভার আয়োজন করে।
আজম খান বলেন, দেশ মহাসংকটের মধ্যে দিয়ে চলছে। বর্তমান সরকার পুলিশ দিয়ে কর্তৃত্ব করতে চাচ্ছে। গণতন্ত্র আর ভোটের অধিকারকে হুমকির সম্মুখীন করে বর্তমান সরকার উন্নয়নের বুলি উড়াচ্ছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির সঙ্গে কার্যকরী সংলাপের মাধ্যমে কার্যকরী নির্বাচনের ব্যবস্থা করুন।
তিস্তা চুক্তি সম্পর্কে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে ভারত সরকারকে বলেছিলেন, ফারাক্কার পানি ছাড়ুন, নইলে জাতিসংঘে যাবো। ভারত সরকার পানি ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু আপনারা (সরকার) তিস্তার পানি আনতে পারেননি। সেই সঙ্গে ফারাক্কার পানিও বন্ধ হয়ে গেছে। দেশের পানির এ সংকট নিরসনে দরকার জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়ার সরকার।
বিএনপিকে ক্ষমতায় আনতে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান একদলীয় সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আজম খান।
সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের যুগ্ম-সম্পাদক মো. শাজাহান মিয়া সম্রাট, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আইএএ/এসএন/এবি