ঢাকা: বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচানা করার আহ্বান জানিয়েছে বিএনপি।
শুক্রবার (২৯ মে) দুপুরে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দফতরের দায়িত্বে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
রিপন বলেন, এর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ যখন সফরে এসেছিলেন তখন তার সঙ্গে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সময় তারা তাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের সঙ্গে আলোচনা করে জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব দিয়েছেন। তাদের মধ্যে দলীয় দৃষ্টি ভঙ্গি প্রকাশ পায়নি। এবার নরেন্দ্র মোদি আসছেন। নানা অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে।
তাই আহবান জানাবো যে, আমাদের জাতীয় স্বার্থের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
প্রয়োজনে আওয়ামী লীগের বিশেষজ্ঞরাও বিএনপির বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারেন। এখানে আমরা জাতীয় স্বার্থ দেখতে চাই। দলীয় বিভেদের রেখা টানতে চাই না। প্রধানমন্ত্রীও যেন জাতীয় স্বার্থে ঐক্যমতের প্রতিফলন ঘটাতে পারেন।
অবৈধভাবে যারা বিদেশ যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তা অত্যন্ত পরিতাপের বিষয় বলে মন্তব্য করেন রিপন। সরকারের এ ধরণের ‘অমানবিক’ সিদ্ধান্ত পরিহারের দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এমএম/বিএস