ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মোদির সফর নিয়ে আশাবাদী সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২৯, ২০১৫
মোদির সফর নিয়ে আশাবাদী সুরঞ্জিত সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে দু’দেশের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংহতি আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ভারতের সঙ্গে আমাদের সংস্কৃতি, আচার-আচরণের মিল রয়েছে। মিল রয়েছে ৫৪টি অভিন্ন নদীর। আমরা চাই পানি সমস্যার সমাধান হোক, ভারত-বাংলাদেশ সীমান্ত হোক শান্তির।

তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জীর বাংলাদেশ সফর নিয়ে আমরা আশাবাদী। তাদের এ সফরেই ভারতের সঙ্গে বাংলাদেশের অমিমাংসিত তিস্তা চুক্তির একটা সুরাহা হবে বলে বিশ্বাস করি।

ভিসা প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়ে তিনি বলেন, প্রতিবছর ভারত-বাংলাদেশে প্রায় ৮ লাখ লোক যাতায়াত করে। মানুষের সুবিধার জন্যই ভিসা পদ্ধতি সহজ হওয়া উচিৎ।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বৈঠকে বিশ্ব রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
 
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘন্টা, মে ২৯, ২০১৫
এমইউএম/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।