ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) নানা কর্মসূচি পালন করবে বিএনপি।
শনিবার (৩০ মে) সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
শুক্রবার (২৯ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগর জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজারে কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে মাজার প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি খালেদা জিয়া।
বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাব এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে।
বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগরী বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫
বিএস