ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ২৯, ২০১৫
সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার পর প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে পৌঁছান।



ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য শেখ হাসিনাকে এ সংবর্ধনা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি।

প্রধানমন্ত্রী সভা মঞ্চে পৌঁছানোর পরপরই জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাগরিক কমিটির সভাপতি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশবরেণ্য বুদ্ধিজীবী ও রাজনীতিকরা অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দুপুরের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জড়ো হতে থাকেন বিভিন্ন সামাজিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। এরমধ্যে বৃষ্টির বাগড়াও নেতাকর্মীদের স্রোতে ভাটা ফেলতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এমইউএম/এইচএ/

** প্রধানমন্ত্রীর সংবর্ধনায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।