ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ২৯, ২০১৫
জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী (৩০ মে) উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২৯ মে) সংগঠনের দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কাঙ্গালী ভোজ, মিলাদ ও দোয়া মাহফিলসহ ঘোষিত বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মে সকালে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবে স্বেচ্ছাসেবক দল। এরপর ১ মে সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করবে।

পাশাপাশি বিএনপির কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ, মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতির আয়োজন করবে সংগঠনটি।

জিয়ার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের  নেতাকর্মীদের আহ্বান জানান সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।