ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশ ১৬ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ২৯, ২০১৫
ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশ ১৬ জুন

ঢাকা: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল, দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্ব্বোচ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাসের দাবিতে ১৬ জুন ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।



লতিফ সিদ্দিকীসহ ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিতে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।  

বিকেলে গণমাধ্যমে পাঠানো সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবেশে বক্তারা লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করে বলেন, লতিফ সিদ্দিকী ধর্ম নিয়ে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুসলমান সমাজ তা মেনে নিতে পারে না। ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার জন্য সর্ব্বোচ শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়া হোক।
 
এসময় বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল ও তাকে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্ব্বোচ শাস্তির বিধান রেখে যদি আইন পাস করা না হয় তবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে।

১৬ জুনের সমাবেশটি রাজধানীর পুরানা পল্টনের হাউজ ব্লিডিং চত্বরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সমাবেশে ইসলামী আন্দোলনের আমিরের (মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) উপস্থিত থাকার কথা রয়েছে।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

এছাড়াও সমাবেশে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, ঢাকা মহানগর প্রচার সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ২৯,২০১৫
এলকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।