খুলনা: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনার মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) বাদ জুমা নগরের টাউন মসজিদে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ৫দিনের কর্মসূচির প্রথম দিনে এ দোয়া মাহফিল পরিচালনা করেন টাউন মসজিদের খতিব মাওলানা আবু সালেহ।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জাফরুল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট বজলার রহমান, অ্যাডভোকেট এস আর ফারুক, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এমআরএম/এমএ