ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠির তিন উপজেলায় আ’লীগের নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৫
ঝালকাঠির তিন উপজেলায় আ’লীগের নতুন কমিটি

ঝালকাঠি: ঝালকাঠি জেলার ৩ উপজেলায় আ’লীগের নতুন কমিটি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।

জেলার নলছিটি পৌর আওয়ামী লীগের নতুন কমিটি (সভাপতি ও সাধারণ সম্পাদক) শুক্রবার বিকেলে ঘোষণা করা হয়েছে।



এতে নলছিটি পৌর সভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডা. এসকান্দার আলী খান সভাপতি এবং জনার্ধন দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এ কমিটি ঘোষণা করেন।

তবে, পূর্ণাঙ্গ কমিটি এখনও ঘোষণা করা হয়নি। খান সাইফুল্লাহ পনির এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠিত হবে।

২৩ মে (শনিবার) নলছিটি মার্চেন্টস্ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দিন উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সাবেক পৌর চেয়ারম্যান চৌধুরী তসলিম উদ্দিনকে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্করকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
 
জেলার রাজাপুর উপজেলায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি- ১(রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি বিএইচ হারুনকে সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুকে সিনিয়র সহ সভাপতি এবং উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম খায়রুল আলম সরফরাজকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি, সহসভাপতি ও সম্পাদক সমন্বয় করে ১৫ দিনের মধ্যে ৬৫ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে পাঠাবে।

জেলার কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদারকে সভাপতি ও ব্যবসায়ী মো. তরুণ সিকদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ্ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এ কমিটি ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।