ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় হামলায় ২ যুবলীগ নেতাসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
বগুড়ায় হামলায় ২ যুবলীগ নেতাসহ আহত ৩

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় শ্রমিকদল নেতার লোকজনের হামলায় যুবলীগ নেতা হাফিজার রহমান (৩৩) ও সোহাগ সাখিদার (২২) গুরুতর আহত হয়েছেন। এ সময় হাফিজার ও সোহাগকে মারপিটের অভিযোগে ধাওয়া করে শাহীন (২৮) নামে একজনকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছে।



আহত গুনাহার ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফিজার রহমান দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ সাখিদার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং একাধিক মামলার আসামি হওয়ায় শাহীন পুলিশি পাহারায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যার এ ঘটনা শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে ৬টার দিকে বাংলানিউজকে জানান দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী। তিনি বলেন, মারপিটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে অপরাধীদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল কালাম বাহিনী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী লিখনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিভিন্ন সময় দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মারপিট, ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব অভিযোগে থানায় ও আদালতে প্রায় দুই ডজন মামলাও হয়েছে। পলাতক রয়েছেন কালাম বাহিনীর প্রধান আবুল কালাম ও তার অর্ধশত সদস্য।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেড়াগ্রাম রায়কালী সড়কের ছোট নিলাহালী বাজার এলাকায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাজ শেষে হাফিজার ও সোহাগ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্রমিক দল নেতা কালামের ছোট ভাই শাহীনের নেতৃত্বে লোকজন পথরোধ করে তাদের বেদম মারপিট করে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৫
টিএমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।