ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর বিএনপির কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৫
জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর বিএনপির কর্মসূচি

ঢাকা: ৩০ মে (শনিবার) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। দিবসটিতে বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি।



শুক্রবার (২৯ মে) বিকেলে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, শনিবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। একইভাবে ঢাকা মহানগরের সব থানা ও ওয়ার্ডে দলীয় কার্যালয়গুলোতে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে।

বেলা ১১টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজারে কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এরপর বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগরী বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন।

বিবৃতিতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলের কেন্দ্রীয় কর্মসূচি পালনে ঢাকা মহানগর বিএনপি ও সব থানা, ওয়ার্ড কমিটির নেতা-কর্মীদের শনিবার সকাল ১০টায় শেরে বাংলা নগরে জিয়ার মাজারে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।